এসো নামাজ পড়ি বাংলা লিরিক্স। Eso Namaj Pori Bangla lyrics
এসো নামাজ পড়ি বাংলা লিরিক্স।
এসো নামাজ পড়ি গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। বাংলাদেশে প্রকাশিত এটি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। গজলটি গেয়েছেন সায়ের ফজলে সাকিব এবং সাদিক গলজটিতে সুর করেছেন মোহাম্মদ বদরুজ্জামান ।এসো নামাজ পড়ি গলজটির লিরিক্স করেছেন হোসাইন নূর এবং গলজটি সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Holy Tune ইউটিউব চ্যানেলে। এসো নামাজ পড়ি জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল।
এসো নামাজ পড়ি গজলটি নামাজ নিয়ে লেখা সবচেয়ে জনপ্রিয় গজল সমূহের মধ্যে একটি। গজলটিতে লেখক মানুষকে নামাজের জন্য আহবান করেছেন। এসো বন্ধু এসো নামাজ পড়ি, জীবন টাকে সুন্দর করি। নামাজ বেহেশতের চাবি। নামাজ না পড়লে আল্লাহ তায়ালা কঠিন শাস্তি ঘোষণা করেছেন। নামাজের মাধ্যমে আল্লাহ তায়ালা মানুষের বিপদ আপদ দুর করে দেন। রিজিক ও হায়াত বাড়িয়ে দেন।
আল্লাহ তায়ালা আামাদের সবাই কে নামাজ পড়ার এবং অন্য কে নামাজের দিকে আহবান করার তাওফিক দান করুন। আমিন