দিলসে দিওয়ানা হু দাস্তেগির কা লিরিক্স। Dil se deyana hu dastgir ka Lyrics
দিলসে দিওয়ানা হু দাস্তেগির কা লিরিক্স।
Vocalist: Laiba Fatima
Video: Ron12 Productions
Audio: Jods
Label: Laiba Fatima Official
দিল সে দিওয়ানা হু দাস্তগির কা গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। বাংলাদেশে প্রকাশিত এটি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। গজলটি গেয়েছেন সায়ের লাইবা ফাতিমা গলজটিতে সুর করেছেন লাইবা ফাতিমা। দিল সে দিওয়ানা হু দাস্তগির কা গলজটির লিরিক্স করেছেন লাইবা ফাতিমা এবং গলজটি সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Laiba Fatima Official ইউটিউব চ্যানেলে। দিল সে দিওয়ানা হু দাস্তগির কা জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল।
দিল সে দিওয়ানা হু দাস্তগির কা গজলটি পিরে কামেল গাউসুল আজম জিলানী গিলানি রহমাতুল্লাহি আলাইহি এর শানে লিখা হয়েছে। গজলটির মাধ্যমে লেখক হুজুরের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করেছেন।
আল্লাহ তায়ালা আামাদের সবাই কে অলি আউলিয়া, গাউস,কুতুবদের ভালোবাসার তাওফিক দান করুন। আমিন।