সোনার মদিনা, আমার প্রাণের মদিনা লিরিক্স।
সোনার মদিনা, আমার প্রাণের মদিনা লিরিক্স।
TRACK - SONAR MADINA
ARTIST -TAREQ ABEDIN
LYRICS - MAWLANA SELIM UDDIN HAIDAR
AUDIO & VIDEO - Ala Uddin
সোনার মদিনা, আমার প্রাণের মদিনা 2019 সালে বাংলাদেশে প্রকাশিত একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। গজলটি গেয়েছেন সায়ের তারেক আবেদিন। গলজটিতে সুর করেছেন তারেক আবেদিন। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা গলজটির লিরিক্স করেছেন মাওলানা সেলিম উদ্দিন হাইদার এবং গলজটি সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Huzur Studio ইউটিউব চ্যানেলে। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল।
সোনার মদিনা, আমার প্রাণের মদিনা গজলের মাধ্যমে সায়েল রাসুলুল্লাহ সালল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি গভির প্রেম ভালোবাসার বহির প্রকাশ ঘটিয়েছেন। তিনি এই গজলটির মাধ্যমে বিশ্বের মানুষকে জানিয়ে দিয়েছেন যে, পৃথীবির সব কিছু ভুলে গেলেও রাসুলুল্লাহ সালল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই ভুলা যাবে না।