বিলাসী জীবন বাংলা লিরিক্স। Bilashi Jibon Bangla lyrics

বিলাসী জীবন বাংলা লিরিক্স। 

Song title : BILASHI JIBON 
Singer : Gazi Anas Rawshan
Lyric : Kabir Al Mamun
Tune : SM Moin
Presented By: Heaven Tune Nasheed Band
Record Label & Composition :
Heaven Tune Studio Live
Sound Design: Salman Sadiq Saif
Sub Title : M Jahirul Islam
Producer : Gazi Anas Rawshan

বিলাসী জীবন গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। বাংলাদেশে প্রকাশিত এটি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। গজলটি গেয়েছেন সায়ের গাজী আনাস রওশান গলজটিতে সুর করেছেন এস এম মইন। বিলাসী জীবন গলজটির লিরিক্স করেছেন কবির আল মামুন এবং গলজটি সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Heaven Tune ইউটিউব চ্যানেলে। বিলাসী জীবন জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল।

বিলাসী জীবন  জনপ্রিয় একটি গজল। গজলটি আমাদপর মনে করিয়ে দেয় আমরা কেন পৃথিবীতে এসেছি কেন আল্লাহ তায়ালা আামাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন।শুধু বিলাসিতা করার জন্য??
আমরা অনেকেই আছি পাঁচ ওয়াক্ত  নামাজ পড়িনা শুধু সাপ্তাহিক জুমার নামাজে যাই।আবার অনেকে আছেন জুমার নামাজ ও পড়তে সময় পান না। হাদিসে আছে কেউ ইচ্ছে করে তিনটি জুমা না পড়লে সে কাফের হয়ে যায়। আল্লাহ তায়ালা আামাদের সবাই কে হেফাজত করুন। লেখক বিলাসী জীবন গজলটির মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছেন।

বিলাসী জীবন বাংলা লিরিক্স। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url