আজান হলো বাংলা লিরিক্স। Azan Holo Bangla lyrics
আজান হলো বাংলা লিরিক্স।
Singer : Rifat Rahman, Jahidul Islam Shawon, Nowshad Hossain, Labib & Nibir
Lyric : Abdul Kadir Hawladar
Tune : Habibullah Noor
Record Label : Holy Tune Studio
Video Director: H Al Haadi
আজান হলো গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। বাংলাদেশে প্রকাশিত এটি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। গজলটি গেয়েছেন সায়ের রিফাত রাহমান, জাহিদুল ইসলাম শাওন, নাওশাদ হোসাইন, এবং লাবিব নিবিড় গলজটিতে সুর করেছেন হাবিবউল্লাহ নুর।আজান হলো গলজটির লিরিক্স করেছেন আব্দুল কাদির এবং গলজটি সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Holy Tune ইউটিউব চ্যানেলে। আজান হলো জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল।
আজান হলো গজলটি খুবি জনপ্রিয় একটি গজল। গজলটিতে মুসলিম জাতিকে আহবান করার ধনি আজানের সৌন্দর্য বর্ণনা করা হয়েছে। আজান হলো মুসলিম জাতির শান মান উন্নত কারি। গজলটিতে লেখক নামাজের দিকে আহবান করেছেন। আজান হলো আজান হলো ঘুম থেকে নামাজ ভালো বলে মানুষকে আহবান করেছেন।
আজান হলো বাংলা লিরিক্স।