আমি দেখিনি তোমায় বাংলা লিরিক্স। Ami dekhini tomay bangla lyrics
আমি দেখিনি তোমায় বাংলা লিরিক্স।
আমি দেখিনি তোমায় গজলটি ২০১৮ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। বাংলাদেশে প্রকাশিত এটি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। গজলটি গেয়েছেন সায়ের সায়েদ আহমেদ, মোহাম্মদ বদরুজ্জামান, হাফেজ আবু রায়হান, মাহফুজুল আলম, হাসান মাহদি, ফখরুল হক আরো অনেকে। গলজটিতে সুর করেছেন সায়েদ আহমেদ ।আমি দেখিনি তোমায় গলজটির লিরিক্স করেছেন জাফর আহমেদ রবি গলজটি সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Holy Tune ইউটিউব চ্যানেলে। আমি দেখিনি তোমায় জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল।
আমি দেখিনি তোমায় গজলটি লেখক নবি করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জিবনীর উপর লিখেছেন। গজলটিতে নবি করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য যে কষ্ট ত্যাগ স্বীকার করেছেন তা তুলে ধরা হয়েছে। সাহাবায়ে কেরামদের নিয়ে কিভাবে যুদ্ধের ময়দানে হাজারো কাফের কে ভয়না করে আল্লাহর উপর ভরসা রখে অল্প সংখ্যক সাহাবী নিয়ে যুদ্ধ করেছেন। কত অত্যাচার সহ্য করেছেন।
আল্লাহ তায়ালা আামাদের এই সকল বিষয়ে জানার এবং বুঝার তাওফিক দান করুন। আমিন।