আমার নবি বাংলা লিরিক্স। Amar nobi Bangla lyrics
আমার নবি বাংলা লিরিক্স।
Singer: Lamia Islam
Lyric: Rukon Enam Luban
Tun: Jasim bin Shafiq
Sound Design: Abu Bakar Dohar
Poster: Madh Nurtazel Alam Bandhan
আমার নবি গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। বাংলাদেশে প্রকাশিত এটি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। গজলটি গেয়েছেন সায়ের লামিয়া ইসলাম গলজটিতে সুর করেছেন জাসিম বিন শফিক। আমার নবি গলজটির লিরিক্স করেছেন রোকন ইমাম লুবান এবং গলজটি সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় ABS Tune Studio ইউটিউব চ্যানেলে। আমার নবি জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল।
আমার নবি নাতে রাসুল ﷺ টি খুবই জনপ্রিয় একটি নাতে রাসুল। আমরা সবাই নবীজি ﷺকে ভালোবাসি। কারণ তার জন্যই আমরা এত সুন্দর জীবন এতো সুন্দর পৃথিবী পেয়েছি। তিনি অন্ধকার পৃথিবীতে আলো নিয়ে এসেছেন।
আল্লাহ তায়ালা আামাদের সবাই কে নবীজি ﷺ র দিদার নসিব করুন আমিন।