আব্বু তোমার ছুটি কবে বাংলা লিরিক্স। Abbu Tomar Chuti Kobe Bangla lyrics

আব্বু তোমার ছুটি কবে বাংলা লিরিক্স।

Song : Abbu Tomar Chuti Kobe
Lyric : Rubel Mahmud
Tune : Sayed Ahmad
Singer : Abdul Hasib Mahir
Record Label : Aim Studio
Sound Design : Sarwar Limon
Video Director: Fozle Rabbi Ashik
Gfx : Omar Abdullah
Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman

আব্বু তোমার ছুটি কবে  গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। বাংলাদেশে প্রকাশিত এটি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। গজলটি গেয়েছেন সায়ের আব্দুল হাসিব মাহির গলজটিতে সুর করেছেন সায়েদ আহমেদ। আব্বু তোমার ছুটি কবে  গলজটির লিরিক্স করেছেন রুবেল মাহমুদ এবং গলজটি সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Holy Tune ইউটিউব চ্যানেলে। আব্বু তোমার ছুটি কবে জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল।

আব্বু তোমার ছুটি কবে গজলটি বাবা কে নিয়ে লেখা সবচেয়ে জনপ্রিয় গজল। গজলটি লেখক বাবার সাথে অভিমানি হয়ে লিখেছেন। কারণ তার বাবা অনেক দিন পর পর বাড়ি আসে। সব সময় তো ছুটি পাওয়া যায় না। আমাদের সকলের উচিৎ বাবা মাকে এইভাবে ভালোবাসা।

আব্বু তোমার ছুটি কবে বাংলা লিরিক্স। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url